মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৪১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : স্ত্রীর পায়ুদেশে সম্ভোগ করা হারাম আর তার পিছন দিক থেকে তাদের যৌনাংগে সম্ভোগ করা জায়েয।
২৪১। হাম্মাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, কাতাদা (র)কে যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুদেশে সম্ভোগ করে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হল! কাতাদা (র) বললেন, আমর (র) আমাদেরকে তাঁর পিতা শুআয়ব (র) থেকে এবং তিনি তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) বলেছেন, তা ছোট সমকামিতা।
কাতাদা (রা) বলেন, আর আমাকে ইবন ওয়াসসাজ (র) আবূ দারদা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, একমাত্র কাফেরই একাজ করে।
(নাসাঈ, মুনযিরী, তারগীব তারহীবে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং বাযযার হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁদের বর্ণনাকারীগণ সহীহের বর্ণনাকারী। হাদীসটিতে আবূ দারদা (রা)-এর যে হাদীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে বায়হাকীও সেটিকে বর্ণনা করেছেন।)
كتاب النكاح
باب النهى عن إيتان المرأة فى دبرها- وجواز التجبيب وهو اتياتها من دبرها فى قبلها
عن همام (1) قال سئل قتادة عن الذى يأتى امرأته فى دبرها؟ فقال قتادة حدثنا عمرو بن شعيب عن أبيه عن جده ان النبى صلى الله عليه وسلم قال هى اللوطية الصغرى, قال قتادة وحدثنى ابن وساج (2) عن أبى الدرداء قال وهل يفعل ذلك الا كافر
tahqiqতাহকীক:তাহকীক চলমান