মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৪০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : স্ত্রীর পায়ুদেশে সম্ভোগ করা হারাম আর তার পিছন দিক থেকে তাদের যৌনাংগে সম্ভোগ করা জায়েয।
২৪০। খুযায়মা ইবন সাবিত (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ সত্য বলতে লজ্জা করেন না। তোমরা তোমাদের স্ত্রীদের পিছনের রাস্তায় সম্ভোগ করবে না।
(শাফিয়ী, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(শাফিয়ী, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب النهى عن إيتان المرأة فى دبرها- وجواز التجبيب وهو اتياتها من دبرها فى قبلها
عن خزيمة بن ثابت (9) ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله لا يستحيي من الحق لا تأتوا النساء في أدبارهن