মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৩৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : স্ত্রীর পায়ুদেশে সম্ভোগ করা হারাম আর তার পিছন দিক থেকে তাদের যৌনাংগে সম্ভোগ করা জায়েয।
২৩৯। ক- আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা ঐ ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকান না যে তার স্ত্রীর পিছনের রাস্তায় সম্ভোগ করে।
(নাসাঈ, ইবন মাজাহ, বাযযার, বায়হাকী। হাদীসটির সনদে হারিস ইবন মুখাল্লাদ আছেন। হাফিয ইবন হাজর "তাকরীবে" বলেছেন, তাঁর অবস্থা জানা যায় না। যাঁরা তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী বলেছেন, তাঁরা ভুল করেছেন।)
খ- এ হাদীসটি আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ তা'আলার রহমত থেকে সেই ব্যক্তি বঞ্চিত থাকবে, যে স্ত্রীর পিছনের রাস্তায় সম্ভোগ করে।
(আবু দাউদ, নাসাঈ এবং অন্যরা। হাদীসটির সনদেও হারিস ইবন মুখাল্লাদ আছেন। এই অধ্যায়ের অন্য হাদীসসমূহ এই হাদীস-দু'টিকে শক্তিশালী করে।)
(নাসাঈ, ইবন মাজাহ, বাযযার, বায়হাকী। হাদীসটির সনদে হারিস ইবন মুখাল্লাদ আছেন। হাফিয ইবন হাজর "তাকরীবে" বলেছেন, তাঁর অবস্থা জানা যায় না। যাঁরা তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী বলেছেন, তাঁরা ভুল করেছেন।)
খ- এ হাদীসটি আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ তা'আলার রহমত থেকে সেই ব্যক্তি বঞ্চিত থাকবে, যে স্ত্রীর পিছনের রাস্তায় সম্ভোগ করে।
(আবু দাউদ, নাসাঈ এবং অন্যরা। হাদীসটির সনদেও হারিস ইবন মুখাল্লাদ আছেন। এই অধ্যায়ের অন্য হাদীসসমূহ এই হাদীস-দু'টিকে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب النهى عن إيتان المرأة فى دبرها- وجواز التجبيب وهو اتياتها من دبرها فى قبلها
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا ينظر الله إلى رجل يأتي امرأته في دبرها»
وعنه ايضا (7) قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون (8) من أتى امرأته فى دبرها
وعنه ايضا (7) قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون (8) من أتى امرأته فى دبرها