মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৩৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : স্ত্রীর পায়ুদেশে সম্ভোগ করা হারাম আর তার পিছন দিক থেকে তাদের যৌনাংগে সম্ভোগ করা জায়েয।
২৩৮। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুঈন নবী (ﷺ)-এর কাছে এসে বলল, আমরা মরুভূমিতে অবস্থান করি, আর আমাদের কারোর বায়ু নির্গত হয়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা সত্য বলতে লজ্জা করেন না। যদি কারো এমন হয়, সে যেন অযু করে। আর তোমরা তোমাদের স্ত্রীদের পায়ূপথে সম্ভোগ করবে না।
(হায়ছামী, মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবু দাউদ এবং নাসাঈ হাদীসটিকে আলী ইবন আবূ তালিব (রা) থেকে বর্ণনা করেছেন। আর তিরমিযী হাদীসটিকে দু'বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। প্রথমটির বর্ণনাকারী আলী ইবন আবূ তালিব (রা) আর দ্বিতীয়টির বর্ণনাকারী আলী ইবন তাল্ল্ক (রা)। তিনি বলেছেন, আলী ইবন তালক (রা)এর হাদীস হাসান।)
(হায়ছামী, মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবু দাউদ এবং নাসাঈ হাদীসটিকে আলী ইবন আবূ তালিব (রা) থেকে বর্ণনা করেছেন। আর তিরমিযী হাদীসটিকে দু'বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। প্রথমটির বর্ণনাকারী আলী ইবন আবূ তালিব (রা) আর দ্বিতীয়টির বর্ণনাকারী আলী ইবন তাল্ল্ক (রা)। তিনি বলেছেন, আলী ইবন তালক (রা)এর হাদীস হাসান।)
كتاب النكاح
باب النهى عن إيتان المرأة فى دبرها- وجواز التجبيب وهو اتياتها من دبرها فى قبلها
عن على رضى الله عنه (2) قال جاء اعرابى الى النبى صلى الله عليه وسلم فقال يا رسول الله إنا نكون بالبادية فتخرج من احدنا الرويحة (3) , فقال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل لا يستحيي من الحق, اذا فعل أحدكم فليتوضأ, ولا تأتوا النساء فى أعجازهن (4) وقال مرة فى ادبارهن