মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৩২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভাবস্থায় শিশুকে দুধ পান করান মাকরূহ এবং তার কারণে বীর্য প্রত্যাহার করার অনুমতি।
২৩২। উসামা ইবন যায়দ (রা) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, আমি আমার স্ত্রীর সংগে আযল করি। তিনি বললেন, কেন? সে বলল, তার সন্তান দূর্বল হওয়ার ভয়ে। তিনি বললেন, যদি তুমি সে কারণেই তোমার স্ত্রীর সংগে আযল কর তাহলে তা করবেনা, কেননা তা পারস্যবাসী এবং রোমবাসীদেরকে ক্ষতি করেনা।
(বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
(বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
كتاب النكاح
باب ما جاء فى كراهة الغيلة والرخصة فى العزل لاجل ذلك
عن اسامة بن زيد (7) ان رجلا جاء الى النبى لى الله عليه وسلم فقال انى أعزل عن امرأتى (8) قال لم؟ قال شفقا على ولدها (9) او على أولادها فقال ان كان لذلك فلا (10) ما ضار ذلك فارس ولا الروم