মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৩৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভাবস্থায় শিশুকে দুধ পান করান মাকরূহ এবং তার কারণে বীর্য প্রত্যাহার করার অনুমতি।
২৩৩। আবু সাঈদ যুরাকী (রা) থেকে বর্ণিত, আশজা' গোত্রের জনৈক ব্যক্তি নবী (ﷺ)কে বীর্য নিরোধ সম্পর্কে জিজ্ঞাসা করল। সে বলল, আমার স্ত্রী দুধ পান করায়। নবী (ﷺ) বললেন, জরায়ুতে যে আসার ফয়সালা করা হয়েছে সে আসবেই।
(নাসাঈ। হাদীসটির সনদে আব্দুল্লাহ ইবন মুররাহ আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" তাঁকে অজ্ঞাত বর্ণনাকারী বলেছেন।)
(নাসাঈ। হাদীসটির সনদে আব্দুল্লাহ ইবন মুররাহ আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" তাঁকে অজ্ঞাত বর্ণনাকারী বলেছেন।)
كتاب النكاح
باب ما جاء فى كراهة الغيلة والرخصة فى العزل لاجل ذلك
عن أبى سعيد الزرقى (11) ان رجلا من اشجع سأل النبى صلى الله عليه وسلم عن العزل فقال ان امرأتى ترضع, فقال النبى صلى الله عليه وسلم ان ما يقدر فى الرحم (12) فسيكون