মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৩১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভাবস্থায় শিশুকে দুধ পান করান মাকরূহ এবং তার কারণে বীর্য প্রত্যাহার করার অনুমতি।
২৩১। জুদামা বিনতে ওয়াহাব আসাদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, আমি গর্ভাবস্থায় দুধ পান করানো নিষেধ করতে চাওয়ার পর স্মরণ করলাম যে, পারস্য বাসীরা এবং রোম বাসীরা গর্ভাবস্থায় দুধ পান করায়। আর তা তাদের সন্তানদের ক্ষতি করে না।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
كتاب النكاح
باب ما جاء فى كراهة الغيلة والرخصة فى العزل لاجل ذلك
عن جدامة بنت وهب الأسدية (5) قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لقد هممت ان انهى عن الغيلة (6) حتى ذكرت ان فارس والروم يفعلون ذلك فلا يضر اولادهم