মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৩০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : গর্ভাবস্থায় শিশুকে দুধ পান করান মাকরূহ এবং তার কারণে বীর্য প্রত্যাহার করার অনুমতি।
২৩০। আসমা বিনতে ইয়াযীদ ইবন সাকান আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা তোমাদের সন্তানদেরকে গোপনে হত্যা করবেনা, কেননা গর্ভাবস্থায় যে দুধ পান করা হয় তা ঐ দুধ পানকারী শিশুর শরীরে খারাপ প্রতিক্রিয়া করে এমনকি যখন সে বড় হয়ে ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধরত হয় তখন তা তাকে দূর্বল করে এবং তাকে ভূপাতিত করে এবং ধ্বংস করে।
(আবূ দাউদ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
(আবূ দাউদ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
كتاب النكاح
باب ما جاء فى كراهة الغيلة والرخصة فى العزل لاجل ذلك
عن اسماء بنت يزيد بن سكن الأنصارية (1) قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يثول لا تقتلوا أولادكم سرا, فان الغيل (2) يدرك الفارس فيد غيره (3) من فوق رأسه قال على (4) أسماء بنت يزيد الأنصارية قالت قال رسول الله صلى الله عليه وسلم فذكر مثله