মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৭৮
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ

পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭৮। আবু হাযিম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাহল ইবন সা'দ (রা)-কে বলতে শুনেছি, আবু উসাইদ আস সাঈদী (রা) এসে রাসূলুল্লাহ (ﷺ)র-কে তাঁর বিবাহোৎসবে দাওয়াত দিলেন। সেদিন তাঁর স্ত্রী তাঁদের খাদেমা ছিলেন। অথচ তিনি নববধূ ছিলেন। তিনি বলেন, তোমরা কি জান তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে কী পানীয় পান করিয়েছেন? তিনি রাতে পান পাত্রে খেজুর ভিজিয়ে রেখেছিলেন।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ)
كتاب النكاح
أبواب الوليمة

باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن أبي حازم (3) قال سمعت صهر (يعني ابن سعد) يقول إني أبو أسيد (4) الساعدي فدعا رسول الله صلى الله عليه وسلم في عرسه فكانت امرأته (5) خادمهم يومئذ وهي العروس، قال تدرون (6) ما سقت رسول الله صلى الله عليه وسلم؟ أنقعت تمرات من الليل في تور
tahqiqতাহকীক:তাহকীক চলমান