মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৭৯
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ

পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭৯। আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ওলীমায় উপস্থিত হলেন, যাতে রুটি এবং গোশত ছিল না।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। আমি হাদীসটির একজন বর্ণনাকারী সম্পর্কে অবগত নই।)
كتاب النكاح
أبواب الوليمة

باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن أنس (8) قال سهد رسول الله صلى الله عليه وسلم وليمة ما فيها خبز ولا لحم
tahqiqতাহকীক:তাহকীক চলমান