মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৭৭
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭৭। আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সাফীয়্যা বিনতে হুয়াঈ (রা)-এর ওলীমা খেজুর, ছাতু এবং ঘি দিয়ে করেন। তিনি বলেন, জমিনে কাতা পাখির ডিম পাড়ার গর্ত পরিমাণ গর্ত খনন করা হল। তিনি বলেন, চামড়ার দস্তরখানা এনে তাতে তা রাখা হল। অতঃপর ছাতু, খেজুর এবং ঘি নিয়ে আসা হল। আর মানুষ তা খেয়ে তৃপ্ত হল।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
أبواب الوليمة
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن ثابت البناني (12) عن أنس أن رسول الله صلى الله عليه وسلم جعل وليمة صفية بنت حيي التمر والاقط والسمن، قال فحصت (1) الأرض أفاحيص، قال وجئ بالأنطاع (2) فوضعت فيها ثم جئ بالأقط والتمر والسمن فشبع الناس