মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৭৬
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭৬। আলী ইবন যায়দ (র) আনাস ইবন মালেক (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা তাঁকে বর্ণনা করতে শুনলাম যে, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীদের দু'ওলীমায় উপস্থিত ছিলাম। তিনি আমাদেরকে তাতে রুটি ও গোশত খাওয়াননি। আমি তাঁকে বললাম, তাহলে কি খাইয়েছেন? তিনি বললেন, খেজুর, ছাতু, ঘি মিশ্রিত খাবার।
(ইবন মাজাহ। হাদীসটির সনদে আলী ইবন যাইদ ইবন আব্দুল্লাহ জুদরান আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" বলেছেন, তিনি দূর্বল বর্ণনাকারী।)
(ইবন মাজাহ। হাদীসটির সনদে আলী ইবন যাইদ ইবন আব্দুল্লাহ জুদরান আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" বলেছেন, তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب النكاح
أبواب الوليمة
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن على بن زيد (8) عن أنس بن مالك قال سمعته يحدث قال شهدت وليمتين (9) من نساء رسول الله صلى الله عليه وسلم قال فما أطعمنا فيهما خبزا ولا لحما، قلت فمه (10) قال الحيس (11) يعني التمر والأقط بالسمن