মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৭৫
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭৫। আবূ মূসা আশয়ারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আলী (রা) ফাতিমা (রা)-কে বিবাহের প্রস্তাব দিলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, বিবাহোৎসবে ওলীমা না হলে নয়। সা'দ বললেন, আমি তাঁর ওলীমায় মেষ দেব, এবং অপর এক সাহাবী (রা) বললেন, আমি তাঁর ওলীমায় এরূপ এরূপ যব দেব।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। হাদীসটির সনদ উত্তম।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। হাদীসটির সনদ উত্তম।)
كتاب النكاح
أبواب الوليمة
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن ابن بريدة عن أبيه (5) قال لما خطب على فاطمة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم إنه لابد للعرس من وليمة (6) قال فقال سعد علىّ كبش وقال فلان علىّ كذا وكذا من ذرة