মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৭৪
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭৪। আনাস ইবন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন যাইনাব বিনতে জাহাশ (রা)-এর সাথে বাসর করলেন তখন তিনি আমাদেরকে রুটি ও গোশত খাওয়ালেন।
অন্য এক বর্ণনায় আছে: তিনি মুসলমানদেরকে রুটি ও গোশত আহার করিয়ে তৃপ্ত করলেন।
(মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
অন্য এক বর্ণনায় আছে: তিনি মুসলমানদেরকে রুটি ও গোশত আহার করিয়ে তৃপ্ত করলেন।
(মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
أبواب الوليمة
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن أنس بن مالك (4) قال لما دخل النبي صلى الله عليه وسلم بزينب ابنه جحش او لم فأطعمنا خبزا ولحما (وفي لفظ) فأشبع المسلمين خبزا ولحما