মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৬৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতাদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার।
১৬৯। কাসিম ইবন মুহাম্মদ (র) ও আয়েশা (রা) থেকে একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেন। তাতে তিনি বলেছেন, বারীরাহ (রা) জনৈক ক্রীতদাসের স্ত্রী ছিল। যখন তিনি তাকে আযাদ করেন তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমার এ ক্রীতদাসের সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার রয়েছে। তুমি চাইলে তার স্ত্রীরূপে থাকতে পার এবং তার থেকে পৃথক হতেও পার।
كتاب النكاح
باب الخيار للأمة إذا عتقت تحت عبد
عن القاسم بن محمد (10) في حديث طويل عن عائشة أيضا قال وكانت (أي بريرة) تحت عبد فلما أعتقتها قال لها رسول الله صلى الله عليه وسلم اختارى فإن شئت ان تمكثي تحت هذا العبد (11) وان شئت أن تفارقيه