মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৬৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতাদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার।
১৬৮। ক- আসওয়াদ (র) থেকে বর্ণিত, আয়েশা (রা) বলেছেন, আমি বারিরাহ (রা)কে ক্রয় করলাম। তার মনিবেরা তার উত্তরাধিকারের শর্ত করল। আমি রাসূলুল্লাহ (ﷺ)কে তা অবহিত করলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। কেননা যে অর্থ সম্পদ ব্যয় করে দাস বা দাসী ক্রয় করে সে তার উত্তরাধিকার হয়। তিনি বলেন, আমি তাকে ক্রয় করে আযাদ করে দিলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডাকলেন এবং তাকে তার স্বামীর সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার দিলেন। সে তার থেকে সম্পর্ক বিচ্ছেদ করার ইচ্ছা করল। আর তার স্বামী আযাদ ছিল।
(বুখারী, বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। বুখারী বলেছেন, আসওয়াদের কথা "বারীরাহ (রা)-এর সাথী আযাদ ছিল" বিচ্ছিন্ন। আর ইবন আব্বাস (রা)-এর কথা "আমি বারীরাহ (রা)-এর স্বামীকে গোলাম দেখেছি।" অধিকতর নির্ভুল।)

খ- উরওয়া (র) আয়েশা (রা) থেকে মানসুরের (অর্থাৎ আসওয়াদ (র)-এর হাদীসের মত হাদীস বর্ণনা করেন, তবে তিনি তাঁর হাদীসে বলেছেন, তাঁর স্বামী ক্রীতদাস ছিল। যদি সে আযাদ হত তাহলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার দিতেন না।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, বায়হাকী)
كتاب النكاح
باب الخيار للأمة إذا عتقت تحت عبد
حدّثنا جرير عن منصور (4) عن إبراهيم عن الأسود (عائشة رضى الله عنها) قالت اشتريت بريرة فاشترط أهلها ولاءها، فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم اشتريها فأعتقيها فإنما الولاء لمن اعطى الورق، قالت فاشتريتها فأعتقتها، قالت فدعاها رسول الله صلى الله عليه وسلم فخيّرها من زوجها فاختارت نفسها وكان زوجها حرا (5) حدّثنا جرير بن هشام (6) بن عورة عن أبيه عن عائشة رضي الله عنها مثل حديث منصور (7) إلا أنه قال كان زوجها عبدا (8) ولو كان حرا لم يخيرها رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান