মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৬৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতাদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার।
১৬৭। আমর ইবন উমাইয়া দমরী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় সাহাবী (রা)-কে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার থাকবে। যদি সে চুপ থাকে এবং তার অনুগত হয়, এমনকি তার সাথে সহবাস করে তাহলে তার স্ত্রী তার থেকে পৃথক হতে পারবে না।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। হাদীসটি মুরসাল, এর পূর্ববর্তী হাদীস একে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب الخيار للأمة إذا عتقت تحت عبد
عن الفضل بن الحسن بن عمرو بن أمية الضمري (1) قال سمعت رجالا من أصحاب رسول الله صلى الله عليه وسلم يتحدثون أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أعتقت الامة وهى تحت العبد فأمرها بيدها فان هي أقرت (2) حتى يطأطأ فمي امرأته لا تستطيع فراقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান