মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৬৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতাদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার।
১৬৬। আমর ইবন উমাইয়্যা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কতিপয় সাহাবী (রা) কে নবী (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি বলেছেন, যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা, না রাখার ইচ্ছাধিকার থাকবে। যদি সে তার সাথে তার আযাদ হওয়ার পর সহবাস না করে তাহলে সে চাইলে তার থেকে পৃথক হতে পারবে। আর যদি সে তার সাথে তার আযাদ হওয়ার পর সহবাস করে তাহলে তার ঐ ইচ্ছাধিকার থাকবে না। আর সে তার থেকে পৃথক হতেও পারবে না।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদ শক্তিশালী।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদ শক্তিশালী।)
كتاب النكاح
باب الخيار للأمة إذا عتقت تحت عبد
عن الفضل بن عمرو بن أمية (3) عن أبيه (4) قال سمعت رجالا يتحدثون عن النبي صلى الله عليه وسلم قال إذا أعتقت الأمة (5) فهي بالخيار ما لم يطأها إن شاءت فارقته، وإن وطئها فلا خيار لها ولا تستطيع فراقه