মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৬৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন মহিলা ইসলাম গ্রহণ করে এবং অন্যত্র বিয়ে করে, অতঃপর তার প্রথম স্বামী ইসলাম গ্রহণ করে তাহলে তাকে তার নিকট ফেরত দিতে হবে।
১৬৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমা-আরে জামানায় জনৈকা মহিলা ইসলাম গ্রহণ করে এবং অন্যত্র বিয়ে করে। তার প্রথম স্বামী নবী (ﷺ) -এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি। আর সে আমার ইসলাম গ্রহণের সংবাদ অবহিত হয়েছে। নবী (ﷺ)র তাকে তার দ্বিতীয় স্বামী থেকে পৃথক করলেন এবং তাকে তার প্রথম স্বামীর নিকট ফেরত দিলেন।
(তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
(তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب النكاح
باب ما جاء في المرأة تسلم وتتزوج ثم يسلم زوجه الأول فترد عليه
عن ابن عباس (1) قال أسلمت امرأة على عهد رسو الله صلى الله عليه وسلم فتزوجت فجاء زوجها الأول إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني قد أسلمت (2) بإسلامي فنزعها النبي صلى الله عليه وسلم من زوجها الآخر وردّها على زوجها الأول