মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৬৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: কাফের স্বামী স্ত্রীর একজনের পূর্বে অন্য জনের ইসলাম গ্রহণ করা।
১৬৪। আমর তাঁর পিতা শুআইব থেকে, শুআইব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মেয়ে যয়নব (রা)-কে আবুল আস (রা)-এর নিকট নতুন মোহরানা এবং নতুন বিবাহ দিয়ে ফেরত দেন।
(তিরমিযী, ইবন মাজাহ। দারাকুতনী বলেছেন, হাদীসটি প্রমাণিত নয়। সঠিক হল আব্দুল্লাহ ইবন আব্বাস (রা)-এর হাদীস (১৬৩ নম্বরের হাদীস)। নবী (ﷺ) যায়নাব (রা) কে প্রথম বিবাহে তাঁর স্বামীর কাছে ফেরত দেন।)
كتاب النكاح
باب ما جاء في الزوجين الكافرين يسلم احدها قبل الآخر
عن عمرو بن شعيب (9) عن أبيه عن جده ان رسول الله صلى الله عليه وسلم ردّ ابنته إلى أبي العاص بمهر جديد ونكاح جديد
tahqiqতাহকীক:তাহকীক চলমান