মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৬৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: কাফের স্বামী স্ত্রীর একজনের পূর্বে অন্য জনের ইসলাম গ্রহণ করা।
১৬৩। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মেয়ে যয়নাব (রা) কে তাঁর স্বামী আবুল আস ইবন রবী (রা)-এর নিকট প্রথম বিবাহ সূত্রে ফেরত দেন। আর তিনি নতুন কোন সাক্ষ্য ও মোহরানা নির্দিষ্ট করেননি।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মেয়ে যয়নব (রা)-কে আবুল আস ইবন রবী' (রা)-এর নিকট প্রথম বিবাহ সূত্রে ফেরত দেন। যয়নব (রা)-এর ইসলাম গ্রহণ তাঁর ইসলাম গ্রহণের ছয় বছর পূর্বে ছিল। আর তিনি নতুন কোন সাক্ষ্য এবং মোহরানা নির্দিষ্ট করেননি।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, দারাকুতনী, হাকিম, বায়হাকী, ইবন কাসীর "ইরশাদ” গ্রন্থে বলেছেন, হাদীসটি উত্তম শক্তিশালী।)
كتاب النكاح
باب ما جاء في الزوجين الكافرين يسلم احدها قبل الآخر
عن ابن عباس (4) قال ردّ رسول الله صلى الله عليه وسلم زينب ابنته على زوجها أبي العاص (5) بن الربيع بالنكاح الأول ولم يحدث شيئا (6) (وعنه من طريق ثان) (7) أن رسول الله صلى الله عليه وسلم ردّ ابنته زينب على أبي العاص ابن الربيع وكان إسلامها قبل إسلامه بست سنين على النكاح الأول ولم يحدث شهادة (8) ولا صداقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান