মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৬২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কারো ইসলাম গ্রহণ করা কালীন দু'জন সহোদরা বোন বা চারের বেশি স্ত্রী থাকলে তার বিধান, আযাদ ও গোলামের কতজন স্ত্রী থাকতে পারবে? এ ক্ষেত্রে নবী (ﷺ)-এর বিশেষত্ব।
১৬২। জাহ্হাক ইবন ফায়রুয থেকে বর্ণিত, তাঁর পিতা ফাইরুয (রা) যখন ইসলাম গ্রহণ করেন তখন তাঁর দু'জন সহোদরা স্ত্রী ছিল। নবী (ﷺ) তাঁকে বললেন, তুমি তাদের থেকে যাকে ইচ্ছা তালাক দাও।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার দু'জন সহোদরা স্ত্রী ছিল। নবী (ﷺ) আমাকে তাদের একজনকে তালাক দিতে নির্দেশ দিলেন।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, শাফিয়ী, ইবন হিব্বান, দারাকুতনী, বায়হাকী। হাদীসটি অনেক বর্ণনা সূত্রে বর্ণিত থাকায় এবং আল্লাহ তা'আলার কথা
وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ
তোমাদের জন্য হারাম করা হয়েছে দুই বোনকে; কিন্তু যা হয়ে গেছে তার কথা আলাদা। (সূরা নিসা: ২৩)।
হাদীসটিকে শক্তিশালী করায় ইবন হিব্বান, দারা কুতনী এবং বায়হাকী হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب النكاح
باب من أسلم وتحته أختان أو أكثر من أربع وفيه العدد المباح للحر والعبد وما خص به النبي صلى الله عليه وسلم
عن الضحاك بن فيروز (1) أن أباه فيروز أدركه الإسلام وتحته اختان، فقال له النبي صلى الله عليه وسلم طلق أيتهما شئت (2) (وعنه من طريق ثان) (3) عن أبيه قال أسلمت وعندي امرأتان أختان فامرني النبي صلى الله عليه وسلم أن أطلق إحداهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান