মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৭০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন ক্রীতদাসী কোন ক্রীতাদাসের স্ত্রী থাকাকালীন আযাদ হয় তাহলে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার।
১৭০। কাসিম ইবন মুহাম্মদ (র) আয়েশা (রা) থেকেই বর্ণনা করেন যে, বারীরাহ (রা)-এর মনিব তার সাথে শর্ত করেছিল যে সে নির্ধারিত অর্থ আদায় করলে আযাদ হবে। আর তার স্বামী ক্রীতদাস ছিল। যখন তাকে আযাদ করা হল তখন তাকে তার সাথে বিবাহ সম্পর্ক বজায় রাখা না রাখার ইচ্ছাধিকার দেয়া হল।
(নাসাঈ, বায়হাকী, দারা কুতনী। হাদীসটির সনদে উসামা ইবন যায়দ ইবন আসলাম আদাবী আছেন। তাঁর স্মরণ শক্তি কম হওয়ার কারণে তিনি দুর্বল বর্ণনাকারী। মুসলিম উরওয়া থেকে বর্ণনা করেছেন যে আয়েশা (রা) বলেছেন বারীরাহ (রা)-এর স্বামী গোলাম ছিলেন। "মুনতাকার” লেখক বলেছেন, আয়েশা (রা) কাসিমের ফুযু এবং উরওয়ার খালা। তাই তাঁর থেকে পর্দার বাহির থেকে শ্রবণকারী অনাত্মীয়ের বর্ণনা অপেক্ষা তাঁদেন বর্ণনা অধিকতর গ্রহনযোগ্য।)
(নাসাঈ, বায়হাকী, দারা কুতনী। হাদীসটির সনদে উসামা ইবন যায়দ ইবন আসলাম আদাবী আছেন। তাঁর স্মরণ শক্তি কম হওয়ার কারণে তিনি দুর্বল বর্ণনাকারী। মুসলিম উরওয়া থেকে বর্ণনা করেছেন যে আয়েশা (রা) বলেছেন বারীরাহ (রা)-এর স্বামী গোলাম ছিলেন। "মুনতাকার” লেখক বলেছেন, আয়েশা (রা) কাসিমের ফুযু এবং উরওয়ার খালা। তাই তাঁর থেকে পর্দার বাহির থেকে শ্রবণকারী অনাত্মীয়ের বর্ণনা অপেক্ষা তাঁদেন বর্ণনা অধিকতর গ্রহনযোগ্য।)
كتاب النكاح
باب الخيار للأمة إذا عتقت تحت عبد
وعنه أيضا (12) عن عائشة أن بريرة كانت مكاتبة (1) وكان زوجها مملوكا فلما أعتقت خيرت