মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৫৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কারো ইসলাম গ্রহণ করা কালীন দু'জন সহোদরা বোন বা চারের বেশি স্ত্রী থাকলে তার বিধান, আযাদ ও গোলামের কতজন স্ত্রী থাকতে পারবে? এ ক্ষেত্রে নবী (ﷺ)-এর বিশেষত্ব।
১৫৯। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, গায়লান ইবন সালামা ছাকাফী (রা) যখন ইসলাম গ্রহণ করেন তখন তাঁর দশজন স্ত্রী ছিল। নবী (ﷺ) তাঁকে বললেন, তুমি তাদের থেকে চারজনকে বেছে নাও।
(শাফিয়ী, তিরমিযী, হাকিম, বায়হাকী। হাফিয ইবন কাসীর “তাফসীরে" হাদীসটির একাধিক বর্ণনা সূত্র এবং সাহেদ সমূহ উল্লেখ করেছেন। তা হাদীসটি সহীহ হওয়া প্রমাণিত করে।)
كتاب النكاح
باب من أسلم وتحته أختان أو أكثر من أربع وفيه العدد المباح للحر والعبد وما خص به النبي صلى الله عليه وسلم
عن سالم عن أبيه (1) أن غيلان (2) بن سلمة الثقفي أسلم وتحته عشر نسوة (3) فقال له النبي صلى الله عليه وسلم اختر منهن أربعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান