মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৫৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিবাহিতা স্ত্রীকে দোষের কারণে ফেরত দেয়া
১৫৮। জামীল ইবন যায়দ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈক বৃদ্ধ আনসারী (রা)-কে সঙ্গ দিলাম। বলা হয়ে থাকে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী। তাঁর নাম কা'ব ইবন যায়দ (রা) বা যায়দ ইবন কা'ব (রা)। তিনি আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ (ﷺ) গিফার গোত্রের জনৈকা মহিলাকে বিয়ে করলেন। যখন তিনি তার সামনে উপস্থিত হলেন এবং কাপড় রেখে বিছানায় বসলেন, তখন তার পার্শ্ব দেশে কুষ্ঠরোগ দেখতে পেলেন। তিনি বিছানা থেকে উঠে গেলেন। অতঃপর বললেন, তুমি তোমার পোষাক পরিধান কর। তিনি তাকে সে সব বস্তু দিয়ে ছিলেন তা থেকে কিছু ফেরত নিলেন না।
(বায়হাকী, সাঈদ ইবন মানছুর সুনানে, ইবন আদী। হাদীসটির সনদে জামীল ইবন যায়দ আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। বুখারী বলেছেন, তার হাদীস সহীহ নয়।)
(বায়হাকী, সাঈদ ইবন মানছুর সুনানে, ইবন আদী। হাদীসটির সনদে জামীল ইবন যায়দ আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। বুখারী বলেছেন, তার হাদীস সহীহ নয়।)
كتاب النكاح
باب ما يذكر في رد المنكوحة بالعيب
عن جميل بن زيد (10) قال صحبت شيخا من الأنصار ذكر أنه كانت له صحبة يقال له كعب بن زيد أو زيد بن عب (11) فحدثني أن رسول الله صلى الله عليه وسلم تزوج امرأة من بني غفار (12) فلما دخل عليها وضع ثوبه وقعد على الفراش أبصر بكشحها (13) بياضا فانحاز عن الفراش ثم قال خذي عليك ثيابك ولم يأخذ مما آتاها شيئا (14)