মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৫৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: সন্তান প্রসব করে না এমন মহিলাকে বিয়ে দেয়া প্রসঙ্গে।
১৫৭। মায়মুনা বিনতে কিরদাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে মক্কায় উটনীর উপর আরোহন করা অবস্থায় দেখলাম। আমি আমার পিতার সাথে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে মক্তবের শিক্ষকের চাবুকের মত চাবুক ছিল। আমি বেদুঈন ও অন্যান্য লোকদেরকে বলতে শুনলাম। তোমরা তবতবিয়া (চাবুক) থেকে সতর্ক থাক। আমার পিতা তাঁর নিকটবর্তী হয়ে তাঁর পা ধরলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্য থেমে তাঁর কথা শুনলেন। তিনি বলেন, আমি তাঁর পায়ের অন্য আঙ্গুল সমূহের চেয়ে তাঁর তর্জনী আঙ্গুলি দীর্ঘ হওয়ার কথা ভুলে যাইনি। তিনি বলেন, আমার পিতা তাঁকে বললেন, আমি ইছরানের সৈন্য বাহিনীকে দেখেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সৈন্যবাহিনীকে চিনলেন। সেই সৈন্য বাহিনীর তারিক ইবন মুরাক্কা’ বললেন, কে আমাকে একটি বল্লম তার প্রতিদানের পরিবর্তে দিবে। তিনি বলেন, আমি তখন বললাম, তার প্রতিদান কি? তিনি বললেন, আমি তাকে আমার প্রথম জন্ম গ্রহণ করা মেয়ে বিয়ে দিব। তিনি বলেন, আমি তখন তাঁকে আমার বল্লম দিলাম। আমি তাঁর মেয়ের জন্ম গ্রহণ করা এবং বালেগ না হওয়া পর্যন্ত তাঁর সাথে যোগাযোগ করলাম না। অতঃপর আমি তাঁর কাছে এসে বললাম। আপনি আমার জন্য আমার স্ত্রীকে (তাঁর মেয়ে) প্রস্তুত করুন। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমার জন্য তাকে প্রস্তুত করব না যে পর্যন্ত তুমি ঐ বল্লম ছাড়া তার জন্য অন্যকোন মহর নির্ধারণ করবে। আর আমি শপথ করলাম যে আমি তার জন্য বল্লম ছাড়া অন্যকোন মোহর নির্ধারন করব না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে কোন বয়সের মহিলা? আমি বললাম, তার চুল পেকেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি তাকে বিয়ে করা থেকে বিরত থাক। তার সাথে তোমার বিয়েতে কোন কল্যাণ নেই। তাঁর এ কথা আমাকে ভীত করল। আমি তাঁর দিকে তাকালাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তার মেয়েকে বিয়ে না করলে তোমাদের শপথ ভংগ হবে না।
(আবূ দাউদ। হাদীসটির সনদে সারা বিনতে মিকসাম আছেন। হাফিয ইবন হাজর "তাকরীবে" বলেছেন, তিনি অজ্ঞাত বর্ণনাকারী।)
(আবূ দাউদ। হাদীসটির সনদে সারা বিনতে মিকসাম আছেন। হাফিয ইবন হাজর "তাকরীবে" বলেছেন, তিনি অজ্ঞাত বর্ণনাকারী।)
كتاب النكاح
باب ما جاء في تزويج من لم تولد
حدّثنا (يزيد بن هارون) (6) قال أنا عبد الله بن يزي بن مقسم قال حثتني عمتي سارة بنت مقسم (عن ميمونة بنت كردم) (7) قالت رأيت رسول الله صلى الله عليه وسلم بمكة وهو على ناقته (8) وأنا مع أبي وبيد رسول الله صلى الله عليه وسلم درة (9) كدرّة الكتاب فسمعت الاعراب والناس يقولون الطبطبية (10) فدنا منه أبي فأخذ بقدمه فأقر له (1) رسول الله صلى الله عليه وسلم قالت فما نسيت فيما نسيت طول إصبع قدمه السبابة على سائر أصابعه، قالت فقال له أبي إني شهدت جيش عثران (2) قالت فعرف رسول الله صلى الله عليه وسلم ذلك الجيش، فقال طارق بن المرقّع (3) من يعطيني رمحا بثوابه (4) قال فقلت وما ثوابه؟ قال أزوجه أول بنت تكون لي، قال فأعطيته رمحي ثم تركته حتى ولدت له ابنه وبلغت، فأتيته فقلت له جهز لي أهلي، فقال لا والله لا أجهزها حتى تحدث صداقا غير ذلك (5) فحلفت أن لا أفعل، فقال رسول الله صلى الله عليه وسلم بقدر (6) أي النساء هي؟ قلت قد رأت القتير (7) قال فقال لي رسول الله صلى الله عليه وسلم دعها عنك لا خير لك فيها، قال فراعني ذلك (8) ونظرت إليه، فقال رسول الله صلى الله عليه وسلم لا تأثم ولا يأثم صاحبك