মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৬০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কারো ইসলাম গ্রহণ করা কালীন দু'জন সহোদরা বোন বা চারের বেশি স্ত্রী থাকলে তার বিধান, আযাদ ও গোলামের কতজন স্ত্রী থাকতে পারবে? এ ক্ষেত্রে নবী (ﷺ)-এর বিশেষত্ব।
১৬০। কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) দিনের এবং রাতের একই সময়ে এগার জন স্ত্রীর সাথে সহবাস করতেন। তিনি বলেন, আমি আনাস (রা)-কে বললাম, তিনি কি তা করতে সক্ষম হতেন? তিনি বললেন, আমরা আলোচনা করতাম যে, তাঁকে ত্রিশ জন পুরুষের শক্তি দান করা হয়েছে।
(বুখারী, নাসাঈ, বায়হাকী এবং অন্যরা)
(বুখারী, নাসাঈ, বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
باب من أسلم وتحته أختان أو أكثر من أربع وفيه العدد المباح للحر والعبد وما خص به النبي صلى الله عليه وسلم
عن قتادة عن أنس بن مالك (2) ان النبي صلى الله عليه وسلم كان يدور على نسائه في الساعة الواحدة (3) من الليل والنهار وهن إحدى عشرة (4)، قال قلت لأنس وهل كان يطيق ذلك؟ قال نان تحث انه اعطى قوة ثلاثين