মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১২৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে দুধ পানে বিয়ে করা হারাম হয় না।
১২৯। উম্মে ফাদল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে ছিলেন। জনৈক বেদুঈন এসে বলল, হে আল্লাহর রাসূল। আমার একজন স্ত্রী ছিল। সে আমার স্ত্রী থাকাকালীন আমি অন্য এক মহিলাকে বিবাহ করেছি। আমার প্রথম স্ত্রী ধারণা করে যে, সে আমার দ্বিতীয় স্ত্রীকে একবার বা দু'বার দুধ পান করিয়েছে। তিনি বললেন, একবার বা দু'বার দুধ পান করার দ্বারা বিবাহ হারাম হয় না।
(মুসলিম, বায়হাকী)
كتاب النكاح
باب ما جاء في الرضاع الذي لا يحصل به التحريم
عن أم الفضل (8) قالت كان رسول الله صلى الله عليه وسلم في بيتي فجاء اعرابي فقال يا رسول الله كانت لي امرأة فتزوجت عليها امرأة أخرى فزعمت امرأتي الأولى انها ارضعت امرأتي الحدثى (9) املاجة أو املاجتين وقال مرة رضعة أو رضعتين (1) فقال لا تحرم الاملاجة ولا الاملاجتان او قال الرضعة أو الرضعتان
tahqiqতাহকীক:তাহকীক চলমান