মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১২৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে দুধ পানে বিয়ে করা হারাম হয় না।
১২৮। আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, এক চুমুক বা দু'চুমুক দুধ পান করার দ্বারা বিবাহ করা হারাম হয় না।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب النكاح
باب ما جاء في الرضاع الذي لا يحصل به التحريم
عن عائشة رضى الله عنها (7) ان نبي الله صلى الله عليه وسلم قال ال تحرم المصة ولا المصتان