মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১২৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে দুধ পানে বিয়ে করা হারাম হয় না।
১২৭। আব্দুল্লাহ ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, এক চুমুক বা দু'চুমুক দুধ পান (হালাল মহিলাদেরকে) হারাম করে না।
(নাসাঈ, শাফিয়ী, তিরমিযী, ইবন হিব্বান, বায়হাকী। তিরমিযী বলেছেন, যুবায়র (রা)-এর থেকে বর্ণিত হাদীস অর্থাৎ পরবর্তী হাদীস সঠিক।)
كتاب النكاح
باب ما جاء في الرضاع الذي لا يحصل به التحريم
عن عبد الله بن الزبير (5) أن النبي صلى الله عليه وسلم قال لا يحرم من الرضاع المصة (6) والمصتان
tahqiqতাহকীক:তাহকীক চলমান