মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১২৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে দুধ পানে বিয়ে করা হারাম হয় না।
১২৬। আবূ মূসা হিলালী (র) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি সফরে ছিল। তার স্ত্রী সন্তান প্রসব করল। তার দুধ আটকে গেল। তা বের করার জন্য সে তা চুষতে লাগল ও কুলি করতে লাগল। একবার তা তার গলায় ঢুকে গেল। সে আবূ মূসা (রা)-এর নিকট এসে তা জানাল। তিনি বললেন, সে তোমার উপর হারাম হয়েছে। তারপর সে ইবন মাসউদ (রা)-এর কাছে এসে এ সম্পর্কে জিজ্ঞাসা করল, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে দুধ পান গোশত তৈরী করে এবং হাড় মজবুত করে কেবল তা দ্বারাই বৈবাহিক সম্পর্ক হারাম হয়।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে আবূ মূসা হিলালীর পিতা আছেন। তিনি অজ্ঞাত বর্ণনাকারী।)
كتاب النكاح
باب ما جاء في الرضاع الذي لا يحصل به التحريم
عن أبي موسى الهلالي (3) عن أبيه ان رجلا كان في سفر فولدت امرأته فاحتبس لبنها فجعل يمصه ويمجه فدخل حلقة فأتى أبا موسى فقال حرمت عليك فأتى ابن مسعود فسأله فقال قال رسول الله صلى الله عليه وسلم لا يحرّم من الرضاع إلا ما انبت اللحم وانشر العظم
tahqiqতাহকীক:তাহকীক চলমান