মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১২৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে দুধ পানে বিয়ে করা হারাম হয় না।
১২৫। মাসরুক (র) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট প্রবেশ করলেন, আর তাঁর নিকট জনৈক ব্যক্তি ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা পরিবর্তন হল, যেন তিনি তা অপছন্দ করেছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এ আমার ভাই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা চিন্তা করে দেখ, কারা তোমাদের ভাই? ক্ষুধা নিবারনে যথেষ্ট হয়, যে দুধ পান সেটাই ধর্তব্য।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ)
كتاب النكاح
باب ما جاء في الرضاع الذي لا يحصل به التحريم
عن مسروق عن عائشة (10) رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم دخل عليها وعندها رجل (11) قال فتغير وجه رسول الله صلى الله عليه وسلم كأنه شق عليه (1) فقالت يا رسول الله أخي فقال رسول الله صلى الله عليه وسلم انظرن (2) ما اخوانكن فإنما الرضاعة من المجاعة