মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১২৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কতবার দুধ পান করলে বিয়ে করা হারাম হবে। আর সাবালকের দুধ পান প্রসঙ্গ।
১২৪। আয়েশা (রা) থেকে বর্ণিত, সাহলা বিনতে সুহায়ল (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! সালিম যখন আমার নিকট প্রবেশ করে তখন আমি আবূ হুযায়ফা (রা)-এর চেহারায় অপছন্দনীয় ভাব লক্ষ্য করি। তিনি বললেন, তুমি তাকে দুধ পান করাও। তিনি বললেন, কিরূপে আমি তাকে দুধ পান করাব, অথচ সে বয়ঃপ্রাপ্ত ব্যক্তি। রাসূলুল্লাহ (ﷺ) হেসে বললেন, আমি কি জানিনা সে বয়ঃপ্রাপ্ত ব্যক্তি? অতঃপর তিনি এসে বললেন, আবূ হুযায়ফা (রা)-এর চেহারায় অপছন্দনীয় ভাব দেখতে পাই না।
(মুসলিম, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
باب عد الرضعات المحرمة - وما جاء في رضاعة الكبير
عن عائشة رضى الله عنها (7) جاءت سهلة بنت سهيل فقالت يا رسول الله إني أرى في وجه أبي حذيفة شيئا (8) من دخول سالم علىَّ فقال أرضعيه، فقالت كيف أرضعه وهو رجل كبير، فضحك رسول الله صلى الله عليه وسلم وقال ألست اعلم أنه رجل كبير؟ ثم جاءت (9) فقالت ما رأيت في وجه ابي حذيفة شيئا أكرهه
tahqiqতাহকীক:তাহকীক চলমান