মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১২৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কতবার দুধ পান করলে বিয়ে করা হারাম হবে। আর সাবালকের দুধ পান প্রসঙ্গ।
১২৩। যায়নাব বিনতে উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সালামা (রা) আয়েশা (রা)-কে বললেন, আপনার নিকট উঠতি বয়সের একটি বালক প্রবেশ করে। আমার নিকট যার প্রবেশ অপছন্দ করি। আয়েশা (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর উত্তম আদর্শ আপনার জন্য নয় কি? আবু হুযায়ফা (রা)-এর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! সালিম আমার নিকট প্রবেশ করে। সে বয়ঃপ্রাপ্ত। আবূ হুযায়ফা (রা) তা অপছন্দ করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তাকে দুধ পান করাও তাহলে সে তোমার নিকট প্রবেশ করতে পারবে।
(মুসলিম)
(মুসলিম)
كتاب النكاح
باب عد الرضعات المحرمة - وما جاء في رضاعة الكبير
عن زينب بنت أم سلمة (5) قالت ام سلمة لعائشة إنه يدخل عليك الغلام الأيفع (6) الذي ما أحب ان يدخل علىّ، فقالت عائشة أمالك في رسول الله أسوة حسنة، قالت ان امرأة أبي حذيفة قالت يا رسول الله إن سالما يدخل علىّ وهو رجل وفي نفس أبي حذيفة منه شيء، فقال رسول الله صلى الله عليه وسلم ارضعيه حتى يدخل عليك