মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১২২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কতবার দুধ পান করলে বিয়ে করা হারাম হবে। আর সাবালকের দুধ পান প্রসঙ্গ।
১২২। নবী (ﷺ)-এর স্ত্রী উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর স্ত্রীগণ (রা) সাবালক কেউ দুধ পান করে তাঁদের নিকট প্রবেশ করবে এতে আপত্তি তোলেন। তারা আয়েশা (রা) কে বললেন, আল্লাহর শপথ : আমরা জানিনা, রাসূলুল্লাহ (ﷺ)-এর এ অনুমতি শুধুমাত্র সালিম (রা)-এর জন্য নির্দিষ্ট না কি নির্দিষ্ট নয়? কেউ এরূপ দুধ পান করার দ্বারা আমাদের নিকট প্রবেশ করবে, আর আমাদেরকে দেখবে তা চলবে না।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
باب عد الرضعات المحرمة - وما جاء في رضاعة الكبير
عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم (2) كانت تقول أبا سائر أزواج النبي صلى الله عليه وسلم أن يدخلن عليهن أحدا بتلك الرضاعة (3) وقلن لعائشة والله ما نرى هذا إلا رخصة أرخصها رسول الله صلى الله عليه وسلم لسالم خاصة (4) فما هو بداخل علينا أحد بهذه الرضاعة ولا رائينا