মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১২১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কতবার দুধ পান করলে বিয়ে করা হারাম হবে। আর সাবালকের দুধ পান প্রসঙ্গ।
১২১। আবু হুযায়ফা (রা)-এর স্ত্রী সাহলা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, হে আল্লাহর রাসূল! আবু হুযায়ফা (রা)-এর আযাদকৃত গোলাম সালিম (রা) আমার নিকট প্রবেশ করে। সে দাঁড়িওয়ালা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তাকে দুধ পান করাও। তিনি বললেন, কিভাবে আমি তাকে দুধ পান করাব। অথচ সে দাঁড়িওয়ালা? শেষ পর্যন্ত তিনি তাকে দুধ পান করালেন। আর সে তাঁর নিকট প্রবেশ করত।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল কাবীর, আল মু'জামুল আউসাত এবং আল মু'জামুছ ছগীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী, তবে তাঁরা সকলে হাদীসটিকে বর্ণনা করেছেন কাসিম ইবন মুহাম্মদ থেকে তিনি সাহলা (রা) থেকে। আমি সাহলা (রা) থেকে তার হাদীস শোনা বা না শোনা সম্পর্কে অবগত নই।)
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল কাবীর, আল মু'জামুল আউসাত এবং আল মু'জামুছ ছগীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী, তবে তাঁরা সকলে হাদীসটিকে বর্ণনা করেছেন কাসিম ইবন মুহাম্মদ থেকে তিনি সাহলা (রা) থেকে। আমি সাহলা (রা) থেকে তার হাদীস শোনা বা না শোনা সম্পর্কে অবগত নই।)
كتاب النكاح
باب عد الرضعات المحرمة - وما جاء في رضاعة الكبير
عن سهلة امرأة أبي حذيفة (8) أنها قالت قلت يا رسول الله إن سالما مولى أبي حذيفة يدخل على وهو ذو لحية، فقال رسول الله صلى الله عليه وسلم أرضعيه فقالت كيف أرضعه وهو ذو لحية (1) فأرضعته فكان يدخل عليها