মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১২০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কতবার দুধ পান করলে বিয়ে করা হারাম হবে। আর সাবালকের দুধ পান প্রসঙ্গ।
১২০। উরওয়া ইবন যুবায়র (রা) থেকেই বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সাহলা বিনতে সুহাইল (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! সালিম (রা)-এর সাথে আমাদের কি সম্পর্ক ছিল আপনি অবগত আছেন। আমরা তাকে ছেলে বলে ডাকতাম। সে আমার নিকট ইচ্ছামত প্রবেশ করত। আর আমরা তার থেকে সঙ্কোচ বোধ করতাম না। তার এবং তার মতদের সম্পর্কে আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে সে আমার নিকট প্রবেশ করলে আমি আবূ হুযায়ফা (রা)-এর চেহারায় অপছন্দ ভাব লক্ষ্য করি। তিনি বললেন, তুমি তাকে দশবার দুধ পান করাও। অতঃপর সে তোমার নিকট যেরূপ ইচ্ছা প্রবেশ করবে। কেননা সে তোমার পুত্র হয়ে যাবে। আয়েশা (রা) মনে করতেন এটা, মুসলিম সাধারনের সকলের জন্য প্রযোজ্য। আর নবী (ﷺ)-এর অন্যান্য স্ত্রীগণ (রা) মনে করতেন এটা শুধুমাত্র আবূ হুযায়ফা (রা)-এর আযাদকৃত গোলাম সালিম (রা) এর জন্য নির্দিষ্ট ছিল, যার বিষয়ে সাহলা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-কে অবহিত করেন।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, আবূ দাউদ, বায়হাকী, আব্দুর রাজ্জাক)
كتاب النكاح
باب عد الرضعات المحرمة - وما جاء في رضاعة الكبير
وعنه أيضا (4) عن عائشة رضى الله عنها قالت أتت سهلة بنت سهيل رسول الله صلى الله عليه وسلم فقالت له يا رسول الله ان سالما كان منا حيث قد علمت أنا كنا نعده ولدا فكان يدخل علىّ كيف شاء ولا نحتشم منه، فلما أنزل فيه وفى اشباهه ما أنزل (5) أنكرت وجه ابى حذيفة اذا رآه يدخل علىّ (6) قال فأرضعيه عشر رضعات (7) ثم ليدخل علي كيف شاء فإنما هو ابنك، فكانت عائشة تراه عاما للمسلمين، وكان من سواها من أزواج النبي صلى الله عليه وسلم يرى انها كانت خاصة لسالم مولى ابي حذيفة الذي ذكرت سهلة من شأنه رخصة له
tahqiqতাহকীক:তাহকীক চলমান