মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৩০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে দুধ পানে বিয়ে করা হারাম হয় না।
১৩০। উম্মে ফাদল (রা) থেকেই বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, একবার বা দু'বার দুধ পান করার দ্বারা বিবাহ হারাম হয় না।
(মুসলিম, বায়হাকী, ইবন মাজাহ)
كتاب النكاح
باب ما جاء في الرضاع الذي لا يحصل به التحريم
وعنها أيضا (2) ان النبي صلى الله عليه وسلم قال لا تحرِّم الإملاجة ولا الإملاجتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান