মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : দুধ মায়ের মত কি তার স্বামী এবং স্বামীর নিকটাত্মীয়দের জন্য দুধ পানের বিধান প্রযোজ্য হবে?
১১৮। আমরাহ বিনতে আব্দুর রহমান (র) থেকে বর্ণিত, আয়েশা (রা) তাঁকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট ছিলেন, আর তিনি জনৈক ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যে, সে হাফসা (রা)-এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। আয়েশা (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল। এ ব্যক্তি আপনার ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি ধারণা করি যে, সে হাফসা (রা)-এর অমুক দুধ চাচা। আয়েশা (রা) বললেন, হে আল্লাহর রাসূল! যদি অমুক (আমার দুধ চাচা) বেঁচে থাকত তাহলে কি তিনি আমার নিকট প্রবেশ করতে পারতেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হাঁ। রক্তের সম্পর্কে যাদেরকে হারাম করে দুধ পানও তাদেরকে হারাম করে।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী এবং অন্যরা)
كتاب النكاح
باب هل يثبت حكم الرضاع في حق زوج المرضعة وأقاربه كالمرضعة أم لا
عن عمرة بنت عبد الرحمن (11) ان عائشة أخبرتها أن رسول الله صلى الله عليه وسلم كان عندها (1) وأنها سمعت صوت رجل يستأذن في بيت حفصة، قالت عائشة فقلت يا رسول الله هذا الرجل يستأذن في بيتك، قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أراه (2) فلانا لعم لحفصة من الرضاعة فقالت عائشة يا رسول الله لو كان فلان حيا لعمها من الرضاعة دخل على؟ (3) فقال رسول الله صلى الله عليه وسلم نعم (4) إن الرضاعة تحرم ما تحرم الولادة
tahqiqতাহকীক:তাহকীক চলমান