মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : দুধ মায়ের মত কি তার স্বামী এবং স্বামীর নিকটাত্মীয়দের জন্য দুধ পানের বিধান প্রযোজ্য হবে?
১১৭। আব্বাদ ইবন মানসুর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাসিম ইবন মুহাম্মদ (র)-কে বললাম, আমার মা আমার ভাইয়ের সাথে সাধারণ মানুষের একটি মেয়েকে দুধ পান করিয়েছেন। আপনি আমার জন্য তাকে বিয়ে করা বৈধ মনে করেন কি? তিনি বললেন, না। তোমার জন্মদাতা পিতা তার দুধ পিতা। তিনি বলেন, অতঃপর তিনি আবুল কু'আইসের হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, আবুল কু'আইস আয়েশা (রা)-এর নিকট প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন না। যখন নবী (ﷺ) আসলেন, তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আবুল কু'আইস এসে আমার নিকট প্রবেশের অনুমতি চেয়েছেন। আমি তাঁকে অনুমতি দেইনি। তিনি বললেন, সে তোমার দুধ চাচা। সে তোমার নিকট প্রবেশ করতে পারবে। তিনি বললেন, আমি মহিলার দুধ পান করেছি পুরুষের দুধ পান করিনি। তিনি বললেন, সে তোমার দুধ চাচা। সে তোমার নিকট প্রবেশ করতে পারবে।
(মুসলিম, সাঈদ ইবন মানছুর সুনানে, তাবারানী আল মু'জামুল আউসাতে)
كتاب النكاح
باب هل يثبت حكم الرضاع في حق زوج المرضعة وأقاربه كالمرضعة أم لا
عن عباد بن منصور(6) قال قلت للقاسم بن محمد امرأة أبى ارضعت جارية من عرض (7) الناس بلبن أخوي أفترى أنى اتزوجها؟ فقال لا، أبوك أبوها (8) قال ثم حدث حديث ابى القعيس فقال ان أبا القعيس (9) أتى عائشة يستأذن عليها فلم تأذن له، فلما جاء رسول الله صلى الله عليه وسلم قالت يا رسول الله إن أبا قعيس جاء يستأذن على فلم آذن له، فقال هو عمك فليدخل عليك، فقلت إنما أرضعتني المرأة ولم يرضعني الرجل (10) فقال هو عمك فليدخل عليك
tahqiqতাহকীক:তাহকীক চলমান