মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : দুধ মায়ের মত কি তার স্বামী এবং স্বামীর নিকটাত্মীয়দের জন্য দুধ পানের বিধান প্রযোজ্য হবে?
১১৬। উরওয়া ইবন যুবাইর (রা) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে: আবুল কু'আইস (রা)-এর ভাই আফলাহ (রা) আয়েশা (রা)-এর নিকট প্রবেশ করার অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিতে অস্বীকার করলেন। নবী (ﷺ) যখন আসলেন তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আবুল কু'আইস (রা)-এর ভাই আফলাহ (রা) আমার নিকট প্রবেশ করার অনুমতি চেয়েছেন। আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করেছি। তিনি বললেন, তুমি তাকে অনুমতি দিবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি মহিলার দুধ পান করেছি পুরুষের দুধ পান করিনি। তিনি বললেন, তুমি তাকে অনুমতি দিবে। কেননা সে তোমার দুধ চাচা। তোমার ডান হাত ধূলিময় হোক।
তিনি আয়েশা (রা) থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, পর্দা ফরয হওয়ার পর আমার দুধ চাচা আমার নিকট এসে প্রবেশ করার অনুমতি চাইলেন। অতঃপর তিনি উপরোক্ত বর্ণনার মত বর্ণনা করেন।
তিনি আয়েশা (রা) থেকে তৃতীয় এক বর্ণনা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আফলাহ ইবন আবূল কু'আইস (রা) আমার নিকট এসে প্রবেশ করার অনুমতি চাইলেন। আয়েশা (রা)-কে তার ভাইয়ের স্ত্রীর দুধ পান করান হয়েছে। আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট প্রবেশ করে বললেন: তুমি তাকে অনুমতি দাও। আল-হাদীস।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
باب هل يثبت حكم الرضاع في حق زوج المرضعة وأقاربه كالمرضعة أم لا
عن عروة بن الزبير (12) عن عائشة رضي الله عنها أن أفلح أخا أبي قعيس (13) استأذن على عائشة فأبت أن تأذن له (14) فلما أن جاء النبي صلى الله عليه وسلم قالت يا رسول الله إن أفلح أخا أبي قعيس أستأذن علي فأبيت أن آذن له، فقال ائذني له، قالت يا رسول الله إنما أرضعتني المرأة ولم يرضعني الرجل (15) قال ائذني له فانه عمك تربت يمينك (16) وعنه من طريق ثان) (1) عن عائشة قالت جاءني عمى (2) من الرضاعة يستأذن على بعد ما ضرب الحجاب فذكر نحوه (3) (وعنه من طريق ثالث) (4) عن عائشة قالت جاءني أفلح بن أبي القعيس (5) يستأذن على والذي أرضعت عائشة من لبنه هو أخوه فجاء يستأذن على فأبيت أن آذن له فدخل على رسول الله صلى الله عليه وسلم فقال إذني له الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান