মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১১৫
বিবাহ অধ্যায়
দুধ পান করার দ্বারা বিবাহ হারাম হওয়া প্রসঙ্গ
পরিচ্ছেদ : দুধ পানের কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম।
পরিচ্ছেদ : দুধ পানের কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম।
১১৫। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুধ পান করার কারণে তারা হারাম হয়ে যায় যারা বংশীয় কারণে বিবাহ করা হারাম: যেমন, মামা, চাচা, ভাতিজা।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ। তিরমিযী, ইবন মাজাহ)
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ। তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
أبواب تحريم النكاح بالرضاع
باب يحرم من الرضاع ما يحرم من النسب
باب يحرم من الرضاع ما يحرم من النسب
عن عائشة رضي الله عنها (11) قالت قال رسول الله صلى الله عليه وسلم يحرم من الرضاع ما يحرم من النسب (وفي لفظ من الولادة) من خال أو عم أو ابن أخ