মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১৪
বিবাহ অধ্যায়
দুধ পান করার দ্বারা বিবাহ হারাম হওয়া প্রসঙ্গ

পরিচ্ছেদ : দুধ পানের কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম।
১১৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)কে হামযা (রা)-এর মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়া হল। তিনি বললেন, সে আমার দুধ ভাইয়ের মেয়ে। দুধ পান করার কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম। তাই সে আমার জন্য হালাল নয়।
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
أبواب تحريم النكاح بالرضاع

باب يحرم من الرضاع ما يحرم من النسب
عن ابن عباس (8) إن النبي صلى الله عليه وسلم أريد على (9) ابنة حمزة. فقال إنها ابنة أخي من الرضاعة ويحرم من الرضاعة ما يحرم من الرحم (10) وإنها لا تحل لي
tahqiqতাহকীক:তাহকীক চলমান