মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন ব্যক্তির কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার পর অন্য পুরুষের জন্য তাকে বিয়ের পয়গাম দেয়া হারাম। আর কোন মহিলাকে ইদ্দতে থাকা অবস্থায় বিয়ের পয়গামের ইঙ্গিত করা প্রসঙ্গ।
৩৬। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি কোন মহিলাকে তার মুসলিম ভাইয়ের বিয়ের পয়গাম দেয়ার পর বিয়ের পয়গাম দিবে না। আর তার মুসলিম ভাই কর্তৃক পণ্যের দর করার পর নিজে ঐ পণ্যের দর করবে না। কোন মহিলাকে তার ফুফু বা খালা স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করা যাবে না। কোন মহিলা তার মুসলিম বোনকে তালাক দিয়ে তাকে বিয়ে করার জন্য কোন পুরুষের কাছে দাবী করবে না, যাতে তার পাত্রেরটা সে ভোগ করতে পারে। বরং সে যেন (এরূপ দাবী করা ছাড়াই) বিয়ে করে, কেননা আল্লাহ যা তার জন্য নির্ধারিত করেছেন সে তা পাবে।
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ। তিরমিযী এবং ইবন মাজাহ হাদীসটিকে দীর্ঘ এবং সংক্ষিপ্ত উভয় রকম বর্ণনা করেছেন। তাঁদের হাদীসের শব্দ ভিন্ন এবং অর্থ এক।)
(বুখারী, মুসলিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ। তিরমিযী এবং ইবন মাজাহ হাদীসটিকে দীর্ঘ এবং সংক্ষিপ্ত উভয় রকম বর্ণনা করেছেন। তাঁদের হাদীসের শব্দ ভিন্ন এবং অর্থ এক।)
كتاب النكاح
باب النهى ان يخطب الرجل على خطبة اخيه وما جاء فى التعريض بالخطبة فى العدة
عن أبي هريرة رضى الله عنه (1) قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم لا يخطب (2) الرجل على خطبة أخيه، ولا يسوم (3) على سوم أخيه ولا تنكح المرأة على عمتها (4) ولا على خالتها ولا تسأل طلاق اختها (5) لتكفئ ما فى صحفتها ولتنكح فانما لها ما كتب الله لها