মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন ব্যক্তির কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার পর অন্য পুরুষের জন্য তাকে বিয়ের পয়গাম দেয়া হারাম। আর কোন মহিলাকে ইদ্দতে থাকা অবস্থায় বিয়ের পয়গামের ইঙ্গিত করা প্রসঙ্গ।
৩৫। উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: কোন মুসলমান ব্যক্তির কোন মহিলাকে তার মুসলমান ভাইয়ের বিয়ের পয়গামের পর বিয়ের পয়গাম দেয়া হারাম যে পর্যন্ত না সে তা ত্যাগ করে। আর তার পণ্য অন্য বিক্রেতার পণ্য ক্রয় করতে আগ্রহী ক্রেতার কাছে বিক্রয় করার জন্য পেশ করবে না যে পর্যন্ত না সে তার মাল ক্রয় করা থেকে বিরত হয়।
(মুসলিম, বায়হাকী)
(মুসলিম, বায়হাকী)
كتاب النكاح
باب النهى ان يخطب الرجل على خطبة اخيه وما جاء فى التعريض بالخطبة فى العدة
عن عقبة بن عامر (7) سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرئ مسلم يخطب على خطبة أخيه حتى يترك: ولا يبع (8) على بيع أخيه حتى يترك