মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৩৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন ব্যক্তির কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার পর অন্য পুরুষের জন্য তাকে বিয়ের পয়গাম দেয়া হারাম। আর কোন মহিলাকে ইদ্দতে থাকা অবস্থায় বিয়ের পয়গামের ইঙ্গিত করা প্রসঙ্গ।
৩৪। ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোন ব্যক্তি কর্তৃক কোন মহিলাকে বিয়ের পয়গম দেয়ার পর অন্যকে বিয়ের প্রস্তাব দিতে নিষেধ করেছেন যে পর্যন্ত না সে তা ত্যাগ করে বা তাকে ঐ মহিলার বিয়ের পয়গাম দেয়ার অনুমতি দেয়।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
باب النهى ان يخطب الرجل على خطبة اخيه وما جاء فى التعريض بالخطبة فى العدة
عن ابن عمر (5) قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يخطب الرجل على خطبة (6) أخيه حتى يدعها الذى خطبها أول مرة او يأذن له
tahqiqতাহকীক:তাহকীক চলমান