মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে বিধবা মহিলা তার সন্তানদের লালন-পালনের জন্য বিয়ে করা থেকে বিরত থাকে, তার ও কুরায়শ মহিলাদের ফযীলত এবং অন্যান্য বিষয়।
৩৩। সালমা বিনতে জাবির (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর স্বামী শহীদ হলে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর কাছে এসে বললেন, আমি একজন মহিলা, আমাকে অনেক পুরুষ বিয়ের পয়গাম দিয়েছে। আর আমি তার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত বিয়ে করতে অস্বীকার করেছি। আপনি কি আশা করেন, যদি আমি এবং তিনি একত্রিত হই তাহলে আমি তাঁর স্ত্রী হব? তিনি বললেন, হাঁ। জনৈক ব্যক্তি তাঁকে বলল, আমরা যখন থেকে আপনার মজলিসে যাতায়াত শুরু করেছি, তখন থেকে এ পর্যন্ত আপনাকে এ হাদীসটি বর্ণনা করতে দেখিনি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আমার উম্মাতের মধ্য থেকে আহমাসের (আহমাস কুরায়শ, কিনানা এবং জুদায়লার উপাধি) জনৈকা মহিলা জান্নাতে আমার সাথে দ্রুততর মিলিত হবে।
(আবু-ইয়ালা। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ননাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবু-ইয়ালা। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ননাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب فضل من حبست نفسها على أبنائها ولم تتزوج وفضل نساء قريش وغير ذلك
عن كريم بن أبى حازم (1) عن جدته سلمى (2) بنت جابر ان زوجها استشهد فاتت عبد الله بن مسعود فقالت انى امرأة قد خطبنى الرجال فأبيت ان أتزوج حتى القاه فترجو لى ان اجتمعت أنا وهو أن أكون من أزواجه؟ قال نعم، فقال له رجل ما رأيناك نقلت هذا مذ قاعدناك (3) قال انى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان أسرع أمتى بى لحوقا فى الجنة امرأة من أحمس