মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে বিধবা মহিলা তার সন্তানদের লালন-পালনের জন্য বিয়ে করা থেকে বিরত থাকে, তার ও কুরায়শ মহিলাদের ফযীলত এবং অন্যান্য বিষয়।
৩২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর গোত্রের সাওদা (রা) নামের জনৈকা মহিলাকে বিয়ের প্রস্তাব দিলেন। তার মৃত স্বামীর থেকে তাঁর পাঁচটি বা ছয়টি শিশু ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমাকে আমার বিয়ের পয়গাম গ্রহণ করা থেকে কোন বস্তু বিরত রাখছে? সে বলল, আল্লাহর শপথ, হে আল্লাহর নবী (ﷺ) আপনার প্রস্তাব গ্রহণ না করার কারণ এ নয় যে, আপনি সৃষ্টি জগতের মধ্যে আমার নিকট অধিকতর প্রিয় নন। বস্তুত আমি আপনার মাথার কাছে সকাল বিকাল এ শিশুদের চিৎকার করার পথ খুলে না দিয়ে আপনাকে সম্মান প্রদর্শন করছি। তিনি বললেন, তা ছাড়া অন্য কোন বস্তু কি তোমাকে আমার বিয়ের পয়গম গ্রহণ করা থেকে বিরত রেখেছে? সে বলল, না, আল্লাহর শপথ। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করুন। যে সকল মহিলারা উটের পশ্চাদভাগে আরোহণ করেছেন কুরায়শদের সাধ্বী মহিলারা তাদের মধ্যে উত্তম। তারা তাদের শিশু সন্তানের প্রতি অধিকতর অনুগ্রহকারী এবং তাদের স্বামীদের মাল অধিকতর হেফাযতকারী।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। হাফিয ইবন হাজার হাদীসটিকে ইমাম আহমদের সাথে সম্পৃক্ত করার পর এর সনদকে হাসান বলেছেন। আর তিনি বলেছেন, কাসিম ইবন সাবিত দালায়িলে এ হাদীসটিকে হাকাম ইবন আবানের বর্ণণা সূত্রে তিনি ইকরামা থেকে আর তিনি ইবন আব্বাস (রা) থেকে।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি অবগত হইনি। হাফিয ইবন হাজার হাদীসটিকে ইমাম আহমদের সাথে সম্পৃক্ত করার পর এর সনদকে হাসান বলেছেন। আর তিনি বলেছেন, কাসিম ইবন সাবিত দালায়িলে এ হাদীসটিকে হাকাম ইবন আবানের বর্ণণা সূত্রে তিনি ইকরামা থেকে আর তিনি ইবন আব্বাস (রা) থেকে।)
كتاب النكاح
باب فضل من حبست نفسها على أبنائها ولم تتزوج وفضل نساء قريش وغير ذلك
عن ابن عباس (8) ان رسول الله صلى الله عليه وسلم خطب امرأة من قومه يقال لها سودة (9) وكانت مصبية، كان لها خمسة صبية أو ستة من بعل لها مات، فقال لها رسول الله صلى الله عليه وسلم ما يمنعك منى؟ قالت والله يا نبى الله ما يمنعنى منك الا أن لا تكون احب البرية الى، ولكنى اكرمك ان ان يضغو (10) هؤلاء الصبية عند رأسك بكرة وعشية، قال فهل منعك منى شئ غير ذلك؟ قالت لا والله، قال لها رسول الله صلى الله عليه وسلم يرحمك الله، ان خير نساء ركبن اعجاز الإبل صالح نساء قريش احناه على ولد فى صغر وأرعاه على بعل بذات يد