মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৩১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে বিধবা মহিলা তার সন্তানদের লালন-পালনের জন্য বিয়ে করা থেকে বিরত থাকে, তার ও কুরায়শ মহিলাদের ফযীলত এবং অন্যান্য বিষয়।
৩১। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) উম্মে হানী বিনতে আবু তালেব (রা)-কে বিয়ের পয়গাম দিলে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি বৃদ্ধ হয়েছি এবং আমার পোষ্য পরিজন আছে। নবী (ﷺ) বললেন, যে সকল মহিলারা উটে আরোহণ করেছে কুরায়শদের মহিলারা তাদের মধ্যে উত্তম। তারা তাদের শিশু সন্তানের প্রতি অন্য মহিলাদের চেয়ে অধিকতর অনুগ্রহকারী এবং তাদের স্বামীদের মাল অন্যদের চেয়ে অধিকতর হেফাযতকারী। আবূ হুরায়রা (রা) বলেন, মারিয়াম বিনতে ইমরান (আ) উটে আরোহন করেননি।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
كتاب النكاح
باب فضل من حبست نفسها على أبنائها ولم تتزوج وفضل نساء قريش وغير ذلك
عن ابن المسيب عن أبى هريرة (2) أن النبى صلى الله عليه وسلم خطب أم هانئ بنت أبى طالب فقالت يا رسول الله إنى قد كبرت ولى عيال، فقال النبى صلى الله عليه وسلم خير نساء ركبن (3) نساء قريش، احناه (4) على ولد فى صغره وارعاه (5) على زوج فى ذات يده (6) قال أبو هريرة ولم تركب مريم بنت عمران بعيرا
tahqiqতাহকীক:তাহকীক চলমান