মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন ব্যক্তির কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার পর অন্য পুরুষের জন্য তাকে বিয়ের পয়গাম দেয়া হারাম। আর কোন মহিলাকে ইদ্দতে থাকা অবস্থায় বিয়ের পয়গামের ইঙ্গিত করা প্রসঙ্গ।
৩৭। সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোন পুরুষকে তার মুসলমান ভাই কর্তৃক বিয়ের প্রস্তাব দেয়ার পর নিজে বিয়ের প্রস্তাব দিতে বা তার মুসলমান ভাই কর্তৃক কোন পণ্যের দরদাম করার পর তা ক্রয় করতে নিষেধ করেছেন।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, বাযযার, তাবারানী আল মু'জামুল আউসাতে এবং আল মু'জামুস সগীরে হাদীসটি কে বর্ণনা করেছেন। এর সনদে ইমরান কাত্তান আছেন। ইবন হিব্বান তাঁকে নির্ভরযোগ্য বর্ণনাকারী বলেছেন, অথচ তিনি দূর্বল বর্ণনাকারী।)
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, বাযযার, তাবারানী আল মু'জামুল আউসাতে এবং আল মু'জামুস সগীরে হাদীসটি কে বর্ণনা করেছেন। এর সনদে ইমরান কাত্তান আছেন। ইবন হিব্বান তাঁকে নির্ভরযোগ্য বর্ণনাকারী বলেছেন, অথচ তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب النكاح
باب النهى ان يخطب الرجل على خطبة اخيه وما جاء فى التعريض بالخطبة فى العدة
عن سمرة بن جندب (6) ان رسول الله صلى الله عليه وسلم نهى ان يخطب الرجل على خطبة أخيه او يبتاع على بيعه